রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে বিলের পানিতে ডুবে রাকিব মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাকিব একই ইউনিয়নের পারগয়ড়া (পারগুদাম) গ্রামের সৈয়দ জামানের ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল রোববার সকালে রাকিবকে তার নানা ময়না মিয়া গোয়ালপাড়ায় নিজ বাড়িতে নিয়ে যায়। দুপুরে সবার অজান্তে রাকিব পাশ^বর্তী পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর পুকুরের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গুমানীগঞ্জ ইউপি মেম্বর শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।