মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ট্রাক্টর চাপায় স্কুল ছাত্র নিহতঃ আহত ১

গোবিন্দগঞ্জে ট্রাক্টর চাপায় স্কুল ছাত্র নিহতঃ আহত ১

স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের বড়দহ নতুন বাজার এলাকায় গতকাল সকাল ১১টায় বালুবাহী ট্রাক্টরের চাপায় এক মটরসাইকেল আরোহী রাকিবুল হাসান (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত ও তার বন্ধু স্কুল ছাত্র অজ্ঞাত গুরুতর আহত হয়েছে। স্কুলছাত্র গুরুতর আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাকিবুল গাইবান্ধা শহরের গোরস্থানপাড়ার হারুন অর রশিদের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। এ খবর লেখা পর্যন্ত অপর শিক্ষার্থীর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানায়, মোটরসাইকেল আরোহী দুই কিশোর গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে গোবিন্দগঞ্জ-নাকাই সড়কের নতুন বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাকিবুল হাসানের মৃত্যু হয় এবং তার সাথে থাকা অপর ছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com