সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৫ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ট্রাকে সংর্ঘষে মোটরাইকেল আরোহী নিহত

গোবিন্দগঞ্জে ট্রাকে সংর্ঘষে মোটরাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জে মোটরসাইকেল-ট্রাক সংর্ঘষে নাজমুল হাসান (১৯) নামের এক মোটরাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নাজমুল গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের বকচর এলাকার মেহেদী হাসানের পুত্র।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান বেলা ২টার দিকে নাজমুল হাসান একটি মোটর সাইকেল নিয়ে গোবিন্দগঞ্জ শহর থেকে বাড়ীর দিকে যাচ্ছিল। এ সময়একই মুখী একটি ট্রাক ওভারটেক করার সময় সেই ট্রাকের সাথে মোটরসাইলটির সংঘর্ষ হয় । এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাজমুল গুরুতর আহত হয়। তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com