সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে গতকাল সকালে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ২০ বাসযাত্রী আহত হয়েছে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ৭ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছিলে বিপরীত দিক আসা মালবাহী একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির পিছনের অংশ ভেঙ্গে গিয়ে দূঘর্টনায় ২০ বাসযাত্রী আহত হয়। আহতরা হলো-রংপুরের বদরগঞ্জ উপজেলার শেখেরহাট গ্রামের আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৫), মোস্তফার ছেলে সাদ্দাম হোসেন (২৮), গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া গ্রামের জমশেরের ছেলে আব্দুল খালেক (৩৫), রংপুর সদরের মহিউদ্দিনের ছেলে মারুফ (১৮), পন্নীমারী গ্রামের মজিবরের ছেলে রবিউল (২০) ও মুলাটোল গ্রামের মৃত কালাম শেখের স্ত্রী আফরুজা বেগম (৩৫), দিনাজপুর জেলার খোলাহাটি গ্রামের রুহুল আমিনের ছেলে সাহান (৩০), রাজারামপুর গ্রামের এনামুল হকের স্ত্রী লাইলি বেগম (৪০) তার মেয়ে বৃষ্টি আকতার (১৬), দোবাকুল গ্রামের আইযুব আলীর ছেলে মেহেদী হাসান (২১) ও কানিকাপুর গ্রামের লকেশ চন্দ্রের ছেলে চঞ্চল চন্দ্র (২২), যশোর জেলা বাঘারপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), নারায়নগঞ্জ জেলার গাবতলী গ্রামের আব্দুল খালেকের ছেলে রাব্বি (২১), পলাশবাড়ির চকগুলিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মনিকুজ্জামান (১৯) ও ডাঙ্গাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রাসেল মিয়া (১৮) ও লালমনিরহাট জেলার ধনাইহাট গ্রামের মুনছুর আলীর ছেলে আশরাফুল ইসলাম (১২)।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে একটি টিম ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেিেডকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।