শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা নামক স্থানে গতকাল সোমবার ভোর ৬টায় এক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় পিকআপের যাত্রী দুই ব্যবসায়ী নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত দুই যাত্রী হলো- ঢাকার ধামরাইর এনায়েত উল্লার ছেলে আব্দুস কুদ্দুস (৬০) এবং সাভারের ময়েজ মিয়া (৪০)।
হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা রংপুর মহাসড়কের ফাঁসিতলায় বাজারে বিপরীতমুখী দুই ট্রাকের মাঝে পড়ে যায় একটি পিকআপ। এসময় দুই ট্রাকের ধাক্কায় পিকআপে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে আব্দুস কুদ্দুস মারা যায়। পরে ময়েজ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, নিহত ও আহতরা ব্যবসায়ী। তারা ব্যবসার কাজে পিকআপটি ব্যবহার করছিলো।