বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:১৯ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাহেদুল ইসলাম ( ১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল ১৮ জানুয়ারী বেলা ৩ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মোঘলটুলি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাহেদুল ইসলাম কামারদহ ইউনিয়নের বকচর গ্রামের তোজাম্মেল ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, তাহেল বাইসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে তার বোনের বাড়ী বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে মোঘলটুলি নামক স্থানে পৌঁছলে বগুড়ামুখি বেপরোয়া দ্রুতগতি একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও পালনোর সময় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া অব্যহত রয়েছে।