শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে গতকাল ট্রলি থেকে ছিটকে পড়ে হেলপার রাব্বি মিয়া (১৪) নিহত এবং চালক শাহিন আহত হয়েছে। রাব্বি মিয়া (১৪) উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের হামিদপুর চিত্তিপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে এবং শাহিন (২৪) একই ইউনিয়নের আশকুর নামাপাড়া গ্রামের ছবির উদ্দিনের ছেলে। নিহত রাব্বি ট্রলি চালক শাহিনের আপন মামা।
প্রত্যক্ষদর্শিরা জানায়, শাহিন বানেশ্বর বাজার থেকে ট্রলি নিয়ে দ্রুত গতিতে বিরাট যাওয়ার পথে হাফিজিয়া মাদ্রসার কাছে সড়কে একটি গর্ত দেখতে পেয়ে হার্ড ব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাব্বি মারা যায় এবং শাহিন গুরুতর আহত হয়। স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত রাব্বির লাশ উদ্ধার করে । এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।