শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ট্যাংকলড়ি চাপায় মটরসাইকেল আরোহী নিহত

গোবিন্দগঞ্জে ট্যাংকলড়ি চাপায় মটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলায় পৌরসভার দক্ষিন বাসষ্টান্ড এলাকায় গতকাল সোমবার সকালে তেল বাহী ট্যাংকলড়ির চাপায় আল আমিন (৩৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আল আমিন নাভানা কো¤পানীতে কর্মরত ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম জানান, পৌরসভার দক্ষিন বাসষ্টান্ড এলাকায় তেলবাহী ট্যাংকলড়ির চাপায় মটরসাইকেল আরোহী আল আমিনকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এসময় দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com