শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:২৩ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা লাঠি সোটা, রড নিয়ে হামলা চালিয়ে ৮ ব্যক্তিকে আহত করেছে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের মারিয়া গ্রামের মৃত ফজেল হকের ছেলে জাহিদুল ইসলামের পরিবারের সাথে জমিজমা নিযে প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন থেকে দ্বন্দ চলে আসছিল। এই দ্বন্দের জের ধরে গতকাল শনিবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে মৃত নিজাম উদ্দিনের ছেলে সাজু মিয়া(৪৮), মোঃ শাহা আলম(৪৫), শহিদুল ইসলাম(৪০), মুত মফের উদ্দিনের ছেলে মেনাজ উদ্দিন(৫২), কলিম উদ্দিনের ছেলে সোহেল(৩০), ছায়েদ আলীর ছেলে আমিরুল ইসলাম(৩২( ও এনামুল হক(৩০), আব্দুল হকের ছেলে বুলু মিয়া(৩২), লাল মিয়া(৩০)ও আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম(৩০)সহ অজ্ঞাত নামা আরও ৫/৭জন লাঠিসোটা, রড, ছোরা, হাসুয়া, রামদা ইত্যাদি নিয়ে হামিদের বাড়ির সামনে রেজাউলকে এলোপাথারি মারপিট করতে থাকে। এসময় রেজাউলকে উদ্ধার করতে গেলে উক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র দিয়ে শাহিন, সাদ্দাম, ইসমাইল, মনিরুল, ফেরদাউস, ও শরিফ উদ্দিনকে বেদম মারপিটে আহত করে। এছাড়াও গৃহবধূ রোমানা বেগম ঘটনাস্থলে গেলে তাকেও শ্লীলতাহানীসহ মারপিট করে আহত করেছে। আহত ব্যক্তিরা গোবিন্দগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।