শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:০২ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া অটো রিক্সা উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে ।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরশহরের টিএনটি মোড় থেকে গত ১৬ অক্টোবর উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর গ্রামের আখতারুজ্জামানের ছেলে আশরাফুল ইসলামের অটোরিক্সাটি চুরি হয়। এ ঘটনায় আশরাফুল থানায় অভিযোগ করে। চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তাজপুর (সাহাপাড়া) গ্রামের বিশ্বনাথ সাহার ছেলে খোকন সাহা(৩০), ফুলবাড়ি ইউনিয়নের হাওয়াখানা গ্রামের সাজু মিয়ার ছেলে শাহাদৎ হোসেন (২৬) ও পাশ্ববর্তী সাঘাটা উপজেলার গাছবাড়ি (মানিকগঞ্জ) গ্রামের আমির হোসেনের ছেলে এরশাদ হোসেনকে (২৬) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ চুরি হওয়া অটোরিক্সাটি উদ্ধার করে। উদ্ধার হওয়া অটোরিক্সাটি গতকাল বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান অটো মালিক আশরাফুলের হাতে তুলে দেন।