বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর প্রাণের দাবী গোন্দিগঞ্জে গ্যাস সংযোগ প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। গতকাল গোবিন্দগঞ্জ গ্যাস বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানরবন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারন সম্পাদক উজ্জল হক প্রধান, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান, সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজু, ব্যবসায়ী আবু জাফর লেলিন, প্রভাষক আবুল কালাম, সাহারুল আলম সরকার, মশিউর রহমান বাবু, আল মামুন মোবারক ও শাহ্ আলম প্রধান, শাহজালাল বাবু, ফরহাদ হোসেন ফিটুল ও ইয়াসির আরাফাত, অয়ন সুলতান ও তুষার, মাহমুদা বেগম প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।