শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ পৌরসভার চরপাড়া সড়কে ইউক্লিপটাস্ গাছ কাটার সময় গাছ থেকে পড়ে গিয়ে গতকাল শনিবার ঘটনাস্থলেই মো: আব্দুল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল পৌরসভার বালিয়ামারি এলাকার জাফু মিয়ার ছেলে।
জানা গেছে, পৌরসভার চরপাড়া সড়কে গতকাল শনিবার সকালে আব্দুল মিয়া গাছ কাটতে যায়। গাছ কাটার সময় অসাবধাণতাবশত ঃ গাছ থেকে পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় সড়কে চলাচলকারি পথচারীরা আব্দুল মিয়াকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।