রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৫৩ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্ত্বরে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান। এসময় অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা কৃষি সংরক্ষন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত উপস্থিত ছিলেন।
গোবিন্দগঞ্জ উপজেলার ১৭ টি ইউনিয়ন ও পৌরসভার ৭শ’ জন কৃষকের মাঝে খরিপ-২ মৌসুমে বিনামূল্যে রোপা আমন ধানের হাইব্রিড ও উফসি জাতের বীজ ও সার বিতরণ করা হয়।