শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জে কভার্ড ভ্যানের ধাক্কায় সাইফুল ইসলাম (৫০) নামের এক অটোরিক্সার চালক নিহত হয়েছে।
গত শনিবার (৩০ এপ্রিল) বেলা ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মৃত নবীর উদ্দীনের পুত্র।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই সোলেমান গণি জানান, বগুড়ামুখী কাভার্ড ভ্যান (ঢাকামেট্রো-উ ১২-২৬৪৬) এর সাথে একই দিকে যাওয়ার সময় একটি ব্যাটারীচালিত অটোরিক্সাকে পিছন থেকে ধাক্কা দিলে অটোরিক্স্রা থেকে ছিটকে পড়ে চালক সাইফুল ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনাস্থল থেকে সাইফুলের মরদেহসহ অটোরিক্সা ও কভার্ড ভ্যানটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।