মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জে প্রায় ৪ হাজার বিদ্যুৎ গ্রাহককে পলাশবাড়ী নেসকো অফিসের আওতাভূক্ত করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর বাজারে গ্রাহক ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যুৎ গ্রাহক মোস্তাফিজুর রহমান নজমু, আব্দুল মান্নান, অলিউল ইসলাম, রাগিবুল হাসান রোমেল, ইমরান হোসেন প্রমুখ। বক্তারা অবিলম্বে নেসকোর গোবিন্দগঞ্জ অফিসের আওতায় থাকা দরবস্ত সহ পাশর্^বর্তী বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪ হাজার গ্রাহককে পলাশবাড়ী অফিসের অধিন্যাস্ত করার সিদ্ধান্ত বাতিল করার দাবী জানান। অন্যাথায় এলাকাবাসী ও গ্রাহকরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।