শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গত ৯ সেপ্টেম্বর রাতে র্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানাধীন পান্তাপাড়া এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইন মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ শায়খে শানজিদ রিয়াদ (২২) কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-৬/২২২, তারিখ-০৯/০৯/২০২১ খ্রিঃ, ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪ তৎসহ ৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ এর মামলা রয়েছে। আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।