সোমবার, ০৫ জুন ২০২৩, ০৭:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে একটি ইটভাটার পার্শ্বে থেকে গতকাল মঙ্গলবার সকালে পলাশ দাস (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা শেরপুর জেলেপাড়া গ্রামের সুনীল দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পলাশ দাস গত সোমবার বিকেলে পাওয়ার টিলার নিয়ে ভাড়া খাটতে গিয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনটি পাওয়া যায়। গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একই গ্রামের একটি ইটভাটার কাছে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। তবে ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে শ^াসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।