শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠী সম্প্রদায় এবং মাদ্রাসা ও এতিমখানার সদস্যদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর অনুদানের কম্বল বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সাপমারা ইউনিয়নের মাদারপুর, জয়পুর গ্রামের ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠী সম্প্রদায়ের শতাধিক মানুষদের মাঝে এবং কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া আল-কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৫০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করেন।