বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে রাখালবুরুজ ইউনিয়ন সমিতির উদ্দ্যোগে উপজেলা ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকালে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্যের মাধ্যমে এ হাসপাতালের উদ্বোধন ঘোষনা করেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।
পৌর শহরের বোয়লিয়া জঙ্গলমারায় ডায়াবেটিক হাসপাতাল চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার, যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম এবং আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল।