শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৮ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় গাইবান্ধা জেলা প্রশাসক

গোবিন্দগঞ্জে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় গাইবান্ধা জেলা প্রশাসক

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে করোনা প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ও সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্তসহ উক্ত কমিটির অন্যান্য সদন্যবৃন্দ।
সভায় গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নসহ পৌর এলাকায় আশংকাজনকভাবে করোনা রোগী বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধাস্ত গৃহিত হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com