সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পুলিশ গতকাল শনিবার সকালে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহেল (২৮)কে ১০৫ পিস ইয়াবাসহ আটক করেছে। সোহেল পৌরশহরের ঘোষপাড়ার জাফুরূল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভাধীন ঘোষপাড়ার সোহেলের বাড়ি থেকে সোহেলকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করে।
গোবিন্দগঞ্জ থানার এসআই মামুনুর রশিদ জানান, উদ্ধারকৃত ইয়াবার মুল্য প্রায় ৩১ হাজার পাঁচশত টাকা। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে। আটক সোহেলের বিরুদ্ধে পূর্বের আরও দুইটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।