রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫২৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত সোমবার মধ্যরাতে উপজেলার মহিমাগঞ্জ চিনিকল সংলগ্ন পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে থেকে দীর্ঘদিনের পেশাদার মাদক ব্যবসায়ী আরিফ হাসান (৩০) কে আটক করে পুলিশ। এসময় তাঁর দেহ তল্লাসী করে ৫২৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ পৌর শহরের ভাগ্যকুটির জুয়েলার্সের পাশে একটি কসমেটিকস দোকানের মালিক আরিফ দীর্ঘদিন যাবত কসমেটিকস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। কিন্তু পুলিশ তাঁকে অনেকবার গ্রেফতারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গত সোমবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আরিফ গোবিন্দগঞ্জ পৌর এলাকার চক গোবিন্দ গোহাটিপাড়ার মৃত বদিউজ্জামানের ছেলে।