শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান মিয়া (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজা বিরাট সিএনজি স্ট্যান্ডের পার্শ্বে থেকে হাসান মিয়াকে ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। সে র্প্শ্ববর্তী জয়পুরহাট জেলরা কালাই উপজেলার গাড়ইল গ্রামের নুর আলমের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত হাসানকে রোববার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।