রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৩২ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষুখামারের তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণ কার্যক্রম বন্ধসহ সাতদফা দাবীতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছেন সাঁওতালরা। গতকাল মঙ্গলবার বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপি গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় নামকস্থানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে মাদারপুর জয়পুরপাড়া থেকে সাঁওতালদের একটি বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে অংশ নেন। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে উক্ত কর্মসূচি পালিত হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা হাজি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সুফল হেমব্রম, ময়নুল ইসলাম, সন্ধ্যা মালো, থোমাস হেমব্রম ও অলিভিয়া প্রমুখ।