বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ইজিবাইক চালক হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার

গোবিন্দগঞ্জে ইজিবাইক চালক হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে ইজিবাইক চালক রায়হান কবির মিলনকে উপুর্যপোরী ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে। গতকাল রবিবার সকাল বেলা ১২টায় গোবিন্দগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান। এ সময় ছিনতাইকৃত ইজিবাইক, মোবাইল ফোন এবং হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের খারিতা গ্রামে আব্দুর রহিমের ছেলে খাদেমুল ইসলাম (২৭), পলাষট্টি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে নাজমুল হোসেন (১৯), বিশ্বনাথ মালির ছেলে চন্দন মালি (৩০) এবং কামদিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মীর হোসেন। গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ,ফ,ম আছাদুজ্জামান, গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম টুটুল, বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com