সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা ইজতেমার মুল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল শুক্রবার ফজরের নামাজের পর থেকেই। আর মহান আল্লাহ তায়ালার অশেষ নৈকট্য লাভের আশায় বৃহৎ জুমার নামাজে সমবেত হন ধর্মপ্রাণ লাখো মুসল্লি।
গতকাল শুক্রবার ভোর থেকেই গাইবান্ধা ও এর আশপাশের জেলার প্রায় লক্ষাধিক মুসল্লি জুমার নামাজ ও আম বয়ানে অংশ নিতে সমবেত হন গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোরের ইজতেমা ময়দানে। এত বড় জুম্মায় অংশ নিতে পেরে মুসল্লিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহর কাছে।
আবুল কালাম আজাদ নামে সদর উপজেলার এক মুসল্লি বলেন, বিশ্ব ইজতেমায় জুমার নামাজ আদায় করার জন্য এখানে এসেছি। অনেক কষ্ট করে এসেছি। তবুও শান্তি লাগছে এতো মানুষ একসাথে নামাজ আদায় করব জন্য ।
এদিকে জেলা ইজতেমা কে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগত মুসল্লিদের সার্বিক সহযোগীতা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য, তিন দিন ব্যাপী এ ইজতেমা আগামি ১৮ ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ।