সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:৪২ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে করোনা ভাইরাস সংক্রমন বেড়ে যাওয়ায় উপজেলার রেড জোন ঘোষিত লকডাউন এলাকা পরিদর্শণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মনের নেতৃত্বে মনিটরিং টিম। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মনিটরিং টিম পৌরশহরের মাছ বাজার ও কাঁচা বাজারসহ লকডাউন ঘোষিত এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন সেনাবাহিনীর দায়িত্বরত ক্যাপ্টেন নুশরাত, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, পৌর কাউন্সিলর রিমন তালুকদারসহ অন্যান্যরা।
এসময় মনিটরিং টিম সরকারী নির্দেশনা, স্বাস্থ্য বিধি ও চলমান লকডাউন কার্যক্রম মেনে চলতে সকলকে আহবান জানান। অন্যথায় সরকারী নির্দেশনা অমান্য করে স্বাস্থ্য বিধি ও লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।