সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ কাউকে পেছনে ফেলে নয়ঃ আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলার ভূতগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে মানুষের জন্য ফাউ-েশন ও অবলম্বনের আয়োজনে র্যালি, সমাবেশ ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেতা গৌর পাহাড়ী, আদিবাসী ছাত্র পরিষদের নেতা রিনা হাসদা, সখি পাহাড়ী, অবলম্বনের কোষাধ্যক্ষ মাসুদ হাসান লিচু, আদিবাসী নেত্রী কমলা মার্ডি প্রমুখ।