বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ তিন সাঁওতাল শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু হত্যাকান্ডের বিচারসহ আবারও ৭ দফা দাবি জানিয়ে গতকাল গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা-ফার্ম এলাকায় মাদারপুর গির্জা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি ও গাইবান্ধা জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
আদিবাসী নেতা বার্নাবাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা দিবালোক সিংহ, আলতাফ, ইসমাইল হোসেন, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, গাইবান্ধা জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সিপিবি নওগা জেলা সভাপতি মহসিন রেজা, আসলাম খান, ফিলিমন বাসকে, মুরাদ জামান রব্বানী, প্রতিভা সরকার ববি প্রমূখ।