মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:২২ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে আদিবাসী অধিকার বিষয়ক মতবিনিময় সভা

গোবিন্দগঞ্জে আদিবাসী অধিকার বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ চাকমা রাণী ইয়েন ইয়েন বলেন, আমরা লক্ষ্য করছি উন্নয়ন প্রকল্পের নামে জাতিগত সংখ্যালঘুদের জমি দখল করে উচ্ছেদ করা হচ্ছে। আদিবাসীদের ভূমি ও বনের উপর প্রথাগত অধিকারকে নিশ্চিত করতে হবে। আদিবাসীদের অধিকার বিশেষ কোনো অধিকার নয়, এটা জাতিসংঘ-স্বীকৃত মানবাধিকার। এ অধিকার প্রতিষ্ঠার জন্য চাই বৈষম্যহীন প্রশাসন ও সুশাসন। তিনি বলেন, বনায়ন ও প্রকল্পের নামে প্রাকৃতিক বন ও বননির্ভর আদিবাসী জীবন বিপন্ন করা যাবে না, আদিবাসীদের নামে মিথ্যা বন মামলা ও হয়রানি বন্ধ করতে হবে এবং বনায়ন ও উন্নয়ন প্রকল্পের নামে আদিবাসীদের জমি কেড়ে নেয়া যাবে না।
‘আদিবাসী অধিকার’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুর সাঁওতাল পল্লীতে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, জনউদ্যোগ ও কাপেং ফাউন্ডেশন এ মতবিনিময় সভার আয়োজন করে। চাকমা রাণী সভাস্থলে পৌছালে সাঁওতাল নারীরা তাদের ঐতিহ্যবাহী নাচের মাধ্যমে প্রধান অতিথিকে বরণ করে নেয়।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ আহ্বায়ক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বেসরকারী উন্নয়ন সংস্থা অবলম্বনের নির্বাহী পরিচালক ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, উজ্জ্বল আজিম, জাহাঙ্গীর কবীর তনু, হাসান মোর্শেদ দীপন, গোলাম রব্বানী মুসা, মৃনাল কান্তি বর্মন, অঞ্জলী রানী দেবী, ময়নুল ইসলাম, প্রিসিলি মুরমু, তৃষ্ণা মুরমু প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com