মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ চাকমা রাণী ইয়েন ইয়েন বলেন, আমরা লক্ষ্য করছি উন্নয়ন প্রকল্পের নামে জাতিগত সংখ্যালঘুদের জমি দখল করে উচ্ছেদ করা হচ্ছে। আদিবাসীদের ভূমি ও বনের উপর প্রথাগত অধিকারকে নিশ্চিত করতে হবে। আদিবাসীদের অধিকার বিশেষ কোনো অধিকার নয়, এটা জাতিসংঘ-স্বীকৃত মানবাধিকার। এ অধিকার প্রতিষ্ঠার জন্য চাই বৈষম্যহীন প্রশাসন ও সুশাসন। তিনি বলেন, বনায়ন ও প্রকল্পের নামে প্রাকৃতিক বন ও বননির্ভর আদিবাসী জীবন বিপন্ন করা যাবে না, আদিবাসীদের নামে মিথ্যা বন মামলা ও হয়রানি বন্ধ করতে হবে এবং বনায়ন ও উন্নয়ন প্রকল্পের নামে আদিবাসীদের জমি কেড়ে নেয়া যাবে না।
‘আদিবাসী অধিকার’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুর সাঁওতাল পল্লীতে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, জনউদ্যোগ ও কাপেং ফাউন্ডেশন এ মতবিনিময় সভার আয়োজন করে। চাকমা রাণী সভাস্থলে পৌছালে সাঁওতাল নারীরা তাদের ঐতিহ্যবাহী নাচের মাধ্যমে প্রধান অতিথিকে বরণ করে নেয়।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ আহ্বায়ক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বেসরকারী উন্নয়ন সংস্থা অবলম্বনের নির্বাহী পরিচালক ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, উজ্জ্বল আজিম, জাহাঙ্গীর কবীর তনু, হাসান মোর্শেদ দীপন, গোলাম রব্বানী মুসা, মৃনাল কান্তি বর্মন, অঞ্জলী রানী দেবী, ময়নুল ইসলাম, প্রিসিলি মুরমু, তৃষ্ণা মুরমু প্রমুখ।