শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জে ঢাকা-ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ কাজের জন্য রাস্তার পাশে অবস্থিত তিন শতাধিক দোকান ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ থানা মোড় থেকে শুরু করে পশ্চিম চৌমাথা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগ সূত্র জানায়, ঢাকা-ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ কাজের জন্য পূর্বে অধিগ্রহণকৃত জমি থেকে সকল ধরনের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আগেই নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু সময়মত ওই সকল স্থাপনা সরিয়ে না নেয়ায় মহাসড়ক সম্প্রসারণ কাজের জন্য সড়ক ও জনপদ বিভাগের যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকীর তত্বাবধানে এ উচ্ছেদ কার্যক্রম পরিচানা করা হয়।