শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ সকল চিনিকল বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ এবং চিনিশিল্প রক্ষার দাবিতে গতকাল মহিমাগঞ্জ সড়কের দু’পাশে রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে থেকে আধা কিলোমিটার এলাকা জুড়ে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে সহস্রাধিক আখচাষী ও শ্রমিক-কর্মচারী স্বতঃস্ফূর্ত এ কর্মসূচিতে অংশ নেন।
রংপুর চিনিকল আখচাষী কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এমএ মতিন মোল্লা, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল আমিন শিমুল, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, আতিকুর রহমান আতিক, আবু সুফিয়ান সুজা, মোস্তাফিজুর রহমান দুলাল, ফারুক হোসেন ফটু, আব্দুর রশীদ ধলু, আলহাজ¦ শামসুল ইসলাম ও শাহজাহান আলী প্রমূখ।