শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা ও ভাঙ্গার এবং জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে গত শনিবার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চতুরঙ্গ মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সরকার, যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল প্রমুখ।