শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে করোনা চিকিৎসায় আইসোলেশন সেন্টার স্থাপন, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরন ও করোনার টেস্ট ফি মওকুফসহ বিভিন্ন দাবীতে গত মঙ্গলবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঢাকা- রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের থানা চৌমাথা মোড়ে বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপী পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মিলন কান্তি সরকার, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এমএ মোতিন মোল্লা, সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা মমতাজ আলী প্রধান ও লুৎফর রহমান, উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম প্রমুখ। এ সময় সংহতি প্রকাশ করে শ্রভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি তাজুল ইসলাম ও উপজেলা বাসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক।