মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৮:৫৩ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গতকাল বুধবার পরীক্ষা চলাকালে অসাদুপয় অবলম্বনের অভিযোগে ১৭ জন পরীক্ষার্থীকে বহিস্কার এবং কেন্দ্র সচিব ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন নিশ্চিত জানান.‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়ে পরীক্ষা চলাকালে অসাদুপয় অবলম্বনের দায়ে ১৭ জনকে বহিস্কার করা হয়। এ ছাড়াও দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।