শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরন এলাকা কর্তৃপক্ষ কর্তৃক গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড স্থাপনের লক্ষে গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বেপজা-এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ইপিজেড স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আশরাফুল কবির, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ প্রধান, সাবেক পৌর মেয়র মোঃ আতাউর রহমান, প্রেসক্লাবের সভাপতি একেএম রেজাউল হক, যুগ্ম সম্পাদক মোঃ আবেদুর রহমান স্বপন, সিদ্দিক আলম দয়াল, হেদায়েতুল ইসলাম বাবু, আফরুজা লুনা, শামীম আল সাম্য, এসএম বিপ্লব সহ অন্যান্য কর্মকর্তাগণ।
মতবিনিময় সভায় প্রধান অথিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতায় গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর সুগার মিল এলাকায় ১ হাজার ৮শ ৪২ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এখানে ইপিজেড স্থাপিত হলে এ অঞ্চলের শিক্ষিত ও বেকার যুবকরা চাকরির সুযোগ পাবে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে, জীবনমানের পরিবর্তন ঘটবে। এতে করে জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ফলে গাইবান্ধায় গ্যাস লাইন সংযোগ হবে। এবং বাঙ্গালী নদী থেকে পানি উত্তোলন করে ইপিজেডে ব্যবহার করা হবে।