মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৯ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে মোজাম্মেল হক (৩৫) নামের এক রিক্সাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা গ্রামের আব্দুল কাদেরের পুত্র। গতকাল বুধবার সকালে খবর পেয়ে পুলিশ গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনেয়নের বামনকুড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, মোজাম্মেল দীর্ঘদিন যাবত গোবিন্দগঞ্জ পৌর এলাকার প্রধান পাড়ায় তার স্ত্রী-সন্তান সহ ভাড়ার বাসায় থেকে অটোররিক্সা চালাত। ধারণা করা হচ্ছে ব্যাটারী চালিত অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্যেশ্যে গতরাতের কোন এক সময় যাত্রীবেশী ছিনতাইকারী তার গলায় ধারাল অস্ত্রের আঘাত করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। গলার বেশীর ভাগ অংশ কেটে যাওয়ায় ঘটনাস্থলেই মোজাম্মেল হকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।