শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের একটি আলুর জমিতে কম্বল জড়ানো অবস্থায় গতকাল সোমবার সকালে অজ্ঞাত কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার সকালে স্থানীয়রা ওই আলুর জমিতে কম্বল জড়ানো অবস্থায় অজ্ঞাত কন্যাশিশুর লাশ দেখতে পেয়ে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। গ্রামবাসীদের ধারণা, অবৈধ গর্ভধারণের ফলে জন্ম নেয়া শিশুটিকে রাতের আধারে এভাবে ফেলে গেছে পরিবারের লোকজন। এব্যাপারে বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিলন কুমার চ্যাটার্জী জানান, এখন পর্যন্ত মৃত শিশুটির পরিচয় জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।