সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ মহিমাগঞ্জ বাজারে অগ্নিকান্ডে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানসহ পাশ্ববর্তী দুটি দোকান পুড়ে গিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মহিমাগঞ্জ হাটের ব্যবসায়ীরা জানিয়েছেন, গত শনিবার মধ্যরাতে মহিমাগঞ্জ বাজারের বড়াইতলা এলাকায় রুবেলের ইলেক্ট্রিক সামগ্রীর দোকানে হঠাৎ আগুন দেখতে পায় নৈশপ্রহরী। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে গোবিন্দগঞ্জ ও সোনাতলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় ঘন্টা খানেক পর আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে মোহাব¦ত আলীর দোকানের কম্পিউটারসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। এসময় পাশের দুটি দোকানও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মতিয়ার রহমান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com