শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার গুমাগঞ্জ ইউনিয়নের পারগয়ড়া বাজারে গত শনিবার গভীর রাতে মেসার্স আলম এন্ড ব্রাদাস নামের একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে করে দোকানের সমস্ত মালামাল আগুনে পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সে কোচ মদ্দন বাড়ইপাড়া গ্রামের মৃত আফান উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রাত ১টায় বন্ধ দোকানের ভেতরে হঠাৎ তারা আগুন দেখতে পায়। মুহুর্তে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে বলে ধারনা করছে স্থানীয়রা।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের অফিসার মোঃ আরিফ আনোয়ার জানান রাতে দোকানটিতে আগুন লাগালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রেনে আনি। তিনি আরও বলেন, দোকানে আগুন লাগার সঠিক কারন ও মালামাল ক্ষয়ক্ষতি নির্ণয়ে তদন্ত চলছে ।