শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০৪ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের ফাঁসিতলায় পিকনিকের বাস উল্টে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। গত শুক্রবার বেলা ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোন্দিগঞ্জের ফাঁসিতলা বাজারে পিকনিকের এ বাসটি কনফেকশনারী বহনকারী একটি কার্ভাডভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা অন্য একটি সিএনজি ও একটি অটো রিক্সাকে চাপা দিয়ে উল্টে দূঘর্টনায় পতিত হয়। এতে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ গ্রামের শহিদুল ইসলামের ছেলে শ্যামলী কনফেশনারীর বিক্রয় প্রতিনিধি ফিরোজ কবির (৩০) ও সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের আব্দুল বাকির ছেলে মোহন মিয়া (১৮) ঘটনাস্থলেই নিহত হয় এবং বাসটির কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে আহতদের সেখান থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করায়। আহতদের মধ্যে ৪ জনকে বগুড়া হাসপাতালে রেফার্ড করা হয়েছে।