শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবন্দিগঞ্জে দ্রুতগামী কোচরে ধাক্কায় বাইসাইকলে আরোহীএক বৃদ্ধ নহিত হয়ছে। গতকাল ঢাকা রংপুর মহাসড়করে উপজলোর বোয়ালয়িা মোড়ে এ র্দুঘটনা ঘট। নহিত বৃদ্ধ উপজলোর ফুলবাড়ী ইউনয়িনরে ছোট সোহাগী গ্রামরে মৃত মমতাজ আলীর ছলেে আব্দুল মজদি (৬৫) বলে জানা গছে।
পুলশি ও প্রত্যক্ষর্দশীরা জানান, আব্দুল মজদি বাইসাইকলে যোগে গোবন্দিগঞ্জ বাজার থকেে বাড়তিে ফরোর পথে বোয়ালয়িা মোড়ে রাস্তা পার হওয়ার সময় বপিরীত দকি থকেে আসা হানফি পরবিহনরে ঢাকাগামী একটি কোচ তাকে ধাক্কা দলিে ঘটনাস্থলইে তার মৃত্যু হয়। পরে গোবন্দিগঞ্জ হাইওয়ে থানা পুলশি বাসটি আটক কর।