শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মুবিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রোববার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই কনফারেন্সিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন।
গাইবান্ধা সদর থানার উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদার রহমান, সদর থানার অফিসার (তদন্ত) মোঃ ওয়াহেদুল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবেদুর রহমান স্বপনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামের সাদা রাণীকে গৃহ হস্তান্তর করা হয়।