শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ উপজেলায় একজনও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে বাস্তবায়নের লক্ষে গৃহহীনদের জন্য ঘর নির্মাণের জমি নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চল পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। গত শনিবার নৌকা যোগে তিস্তা নদী পার হয়ে দিনব্যাপী উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদ আল হাসান, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, কাপাশিয়া ইউপি চেয়ারম্যান মনজু মিয়া, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমূখ। চরাঞ্চলের গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর ও জমি প্রদানের লক্ষে জেলা প্রশাসক বিভিন্ন চর পরির্দশন করেন। তিনি বলেন, দুর্গম চরাঞ্চলে ঘর নির্মাণ হলে অসহায় গৃহহীন পরিবাগুলোর মাথা গুজার ঠাঁই হবে।