শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৫৭ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ থানা পুলিশ গৃহবধুকে আতœহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে স্বামীসহ দুই ভাইকে গ্রেফতার করেছে। রবিবার(৮ মার্চ) ভোর রাতে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কলেজ পাড়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, পৌরসভার ৮ নং ওয়ার্ডের কলেজ পাড়ার অতুল চন্দ্র দেবনাথ ও তার স্ত্রী এক সন্তানের জননী পলী রানীর(২৫) গত কয়েকদিন থেকে দাম্পত্য ও পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার(৭ মার্চ) পলী রানীর সাথে তার স্বামী অতুল ও ভাসুর রতন ঝগড়া করে আতœহত্যার প্ররোচনা দিলে ওইদিন দুপুরে সবার অজান্তে পলী রানী শয়ন ঘরের ধর্নার সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। এ ঘটনায় পলী রানীর বড় ভাই দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডিপুর কুটিপাড়া(তাতীপাড়া) গ্রামের মৃত অমিত্ব চন্দ্র দেবনাথের ছেলে পরেশ চন্দ্র দেবনাথ তার বোনকে আতœহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।