শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী কালির বাজার সংলগ্ন কালির বাজার- প্রধানের বাজার সড়কে ভেঙ্গে যাওয়া ব্রীজ নির্মাণ, প্রধানের বাজার থেকে কাউন্সিল বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ ও যুগীরঘাট থেকে কাউন্সিল বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গিদারী ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। বেলা ২টায় দক্ষিণ গিদারী থেকে পদযাত্রা শুরু হয়ে উত্তর গিদারী প্রধানের বাজার, কালির বাজার হয়ে কাউন্সিল বাজারে এসে শেষ হয়। পথে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাগুলোতে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, এ্যাডভোটে মুরাদ জামান রব্বানী, তপন কুমার বর্মন, ছাদেকুল ইসলাম, জাহঙ্গীর মাষ্টার, সন্তোষ বর্মন, মশিউর রহমান মইশাল, জাহাঙ্গীর মন্ডল, আবু বক্কর, শফিকুল ইসলাম, সাদা মিয়া, মিঠু মিয়া, ইয়াকুব আলী প্রমুখ।