বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী আয়োজনের ৫ম দিন মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডাঃ সাখাওয়াত উন্মুক্ত মঞ্চে গানাসাস কার্যকরী সভাপতি ও বিশিস্ট রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন জয়পুরহাট সরকারী কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক সমীর সরকার ও মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান। পরে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশনা করেন আনোয়ার উল ইসলাম, আরিফা আকতার জাহান রিন্টি, মৃত্তিকা, রোজা তুনতুন, তাসনিয়া, নিকিতা, নুবা । আবৃত্তি করেন উদীচী জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ দেবু,। নৃত্য পরিবেশন করেন কাঙ্কিতা, সোহান, দিঘী, শিথিলা, মৃত্তিকা, জয়িতা। যন্ত্রে সহযোগিতা করেন তবলায় মাহমুদ সাগর মহব্বত, কিবোর্ডে স্বাধীন, অক্টোপ্যাডে মানিক। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিরিন আকতার।