শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের ৩৩, গাইবান্ধা ৫ আসনের নির্বাচনে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই বাছাই করা হয়। অসম্পূর্ন মনোনয়নপত্র দাখিল করায় যাচাই বাছাই কালে ৪ জন প্রার্থী মনোনয়পত্র বাতিল করা হয়। দাখিলকৃত ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোতালিব। গত ১৩ তারিখে এই আসনে নির্বাচনের জন্য ৯জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন। বৈধ প্রার্থীরা হলেন মোঃ মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডঃ জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র), সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র)।
এদিকে বাছাই কালে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন এইচ এম এরশাদ (স্বতন্ত্র), শাহ্ মোঃ আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), মোঃ শহিদুল ইসলাম সরকার (স্বতন্ত্র) ও সৈয়দ বেলাল হোসেন ইউসুফ (স্বতন্ত্র) প্রার্থী।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com