সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় স্কুলের শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের মাস্টার পাড়ায় অবস্থিত গাইবান্ধা ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে এ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। ক্রিসেন্ট ডায়াগনস্টিকের সহযোগীতায় গাইবান্ধা ল্যাবরেটরি স্কুল এ স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করে।
সকাল ১০টায় শুরু হওয়া স্বাস্থ্য পরীক্ষায় প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করেন ডাঃ মোঃ মোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল সাইফুল ইসলাম প্রিন্স, ক্রিসেন্ট ডায়াগনস্টিকের প্রধান নির্বাহী মোহাম্মদ শাহীন মিয়া সহ অন্যান্যরা। গাইবান্ধা ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল সাইফুল ইসলাম প্রিন্স জানান, প্রতি মাসেই তাদের স্কুলের উদ্দোগে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে।
প্রথম দফার এ স্বাস্থ্য পরীক্ষায় অর্ধশতাধিক শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।