বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র-মাতৃসদনে এক বছরেরও বেশি সময় ধরে মেডিক্যাল অফিসার পদটি শূন্য পড়ে আছে। এতে বন্ধ আছে সিজারিয়ানসহ অনেক সেবা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার প্রসূতিরা। এদিকে ডাক্তার না থাকায় ঝুঁকি নিয়ে নরমাল ডেলিভারি করাচ্ছেন পরিবার পরিকল্পনা পরিদর্শকরা। গত বছরের ১৮ আগস্ট রাতে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতিতে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব করেন এক নারী। এতে বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবির মুখে তখনকার মা ও শিশু বিশেষজ্ঞসহ দু’জন চিকিৎসককে বদলি করা হয়। দীর্ঘ সময় পার হলেও কর্তৃপক্ষের গাফিলতিতে নতুন চিকিৎসক যোগদান না করায় সেখানে অচলাবস্থা দেখা দিয়েছে। চিকিৎসক না থাকায় পরিদর্শক দিয়ে কিছু নরমাল ডেলিভারি করা হচ্ছে।
বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দায়িত্বরত পরিবার পরিকল্পনা পরিদর্শকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সেবার মান বাড়ানো এবং অবিলম্বে চিকিৎসক নিয়োগের দাবি ওঠেছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যার কথা জানানো হয়েছে বলে জানান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।